চুনারুঘাট সীমান্তে ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

হবিগঞ্জের চুনারুঘাটের বাল্লা সীমান্তের  সিন্দি চড়া এলাকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় গুরুতর আহত একজনকে মুমূর্ষু অবস্থা আগরতলা জিবি হাপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে চুনারুঘাট সংলগ্ন ত্রিপুরা রাজ্যের খোয়াইয়ের বাচাইবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন— চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আজগর আলীর ছেলে করম আলী (৩৫) এবং ছমির মিয়ার ছেলে সুজন মিয়া (২৪)। আহত ব্যক্তি হলেন— একই গ্রামের চুনু মিয়ার ছেলে আকল মিয়া (২১)।
সূত্র জানায়, ঐ তিন বাংলাদেশি মঙ্গলবার ভোর রাতে চুনারুঘাট সংলগ্ন ত্রিপুরা রাজ্যের খোয়াইয়ের বাচাইবাড়ি এলাকায় গরু আনতে যান। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে করম আলী ও সুজন মিয়া ঘটনাস্থলেই নিহত হন। আহত আকল মিয়া দৌড়ে পালাতে গিয়ে স্থানীয় ভারতীয়দের হাতে ধরা পড়ে। তাদের অমানবিক পিটুনিতে তিনি গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থা এখন আগরতলা জিবি হাপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তার অবস্থাও আশংকাজনক বলে সূত্র নিশ্চিত করেছে।
বিজিবির ৪৬ ব্যাটেলিয়ান বাল্লা ক্যাম্পের অধিনায়ক সুবেদার নাসির উদ্দিন মঙ্গলবার রাতে ইত্তেফাককে জানান, বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button