রেলমন্ত্রীর গায়ে হলুদ : শুক্রবার বিয়ে

রেলপথমন্ত্রী মুজিবুল হকের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বুধবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে গায়ে হলুদ অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সূচনা হয়।
দুপুর ১টার দিকে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে উপস্থিত হন বর রেলমন্ত্রী। এর আগে সেখানে উপস্থিত হন কনে হনুফা আক্তার রিক্তা। কনের পরনে হলুদ শাড়ি আর ফুলের গহনা। বর-কনের জন্য ছিল আলাদা মঞ্চ। বর ও কনের নাম লিখে বড় আকারের দুইটি কেকও ছিল মঞ্চের সামনে। আয়োজন ছিল প্রায় ৫০০ জনের দুপুরের খাবার।
আগামী ৩১ অক্টোবর কনের পিত্রালয় চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামে বিয়ে অনুষ্ঠিত হবে। বরবেশে রেলমন্ত্রী ঢাকার বেইলি রোডের সরকারি বাসভবন থেকে বরযাত্রী নিয়ে চান্দিনার মিরাখোলা গ্রামে যাবেন। এছাড়া কুমিল্লা ও চৌদ্দগ্রামের বর যাত্রীরা সরাসরি চান্দিনায় বিয়ে বাড়িতে যাবেন।
রেলমন্ত্রীর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। আর পাত্রী কুমিল্লার চান্দিনার মেয়ে। রিক্তা মাস্টার্স পাস, আইনের ডিগ্রিও আছে। তার সঙ্গে পরিচয় বছর তিনেক আগে। সেই সূত্রেই বিয়ে।
গায়ে হলুদ অনুষ্ঠানে মন্ত্রীর গলায় ছিল সোনালী জরির কাজ করা লাল উত্তরীয়। গায়ে সোনালী পঞ্জাবি। বর বেশে অতিথি ঘেরা মঞ্চে বসা ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব। এরই মাঝে কুশল বিনিময়ের এক পর্যায়ে মন্ত্রী সাংবাদিকদের বললেন, আমি নেত্রীর (শেখ হাসিনা) কাছে গতকালও দোয়া নিয়ে এসেছি। তিনি আমাকে দোয়া করেছেন যাতে বিয়ের সব অনুষ্ঠান সুন্দরভাবে হয়।
হলুদ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমাদের পরিবার ও রিক্তাদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী একসঙ্গে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রিক্তা এসেছে তার পরিবার নিয়ে একটি মঞ্চে বসেছে, আমি আমার আত্মীয় স্বজন নিয়ে আরেকটি মঞ্চে বসেছি।
মন্ত্রী জানান, বিয়ের পর বৌভাতের আয়োজন করা হয়েছে আগামী ১৪ নভেম্বর শুক্রবার। অনুষ্ঠান হবে জাতীয় সংসদ ভবন চত্বরের এলডি হলে। এছাড়া ১৬ নভেম্বর কুমিল্লায় নিজের এলাকায় আলাদাভাবে বধূ বরণের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button