ব্রিটেনে স্টুডেন্টদের অ্যাপিল রাইট খর্ব হচ্ছে
ব্রিটেনের ইমিগ্রেশন নীতিতে আরো ব্যাপক পরিবর্তন আনার লক্ষ্যে পার্লামেন্ট অধিবেশনে নতুন একটি বিল উত্থাপন করেছেন ইমিগ্রেশন মিনিস্টার জেম্স ব্রোকেনশায়ার। এতে ২০ নভেম্বর থেকে বেশ কিছু নতুন নিয়ম চালু করার ঘোষণা দেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী স্টুডেন্ট ভিসার আবেদনকারীদের অ্যাপিল রাইট তুলে দিয়ে তার পরিবর্তে এডমিনিস্ট্রেটিভ রিভিউ নামের নতুন একটি নিয়ম চালু করা হচ্ছে। এই নিয়মের আওতায় যেকোনো স্টুডেন্ট তার ভিসা এপ্লিকেশন বাতিল হলে, তা পুনঃমূল্যায়নের জন্য হোম অফিসে আবেদন করতে পারবে। অর্থাৎ কেইস ওয়ার্কারের ভুলের কারণে কেউ যদি ভিসা না পেয়ে থাকে, হোম অফিসই ওই ভিসার আবেদন পুন:মূল্যায়ন করবে এবং ২৮ দিনের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
ইমিগ্রেশন মিনিস্টার জেম্স ব্রোকেনশায়ার বলেন, এতে করে যাদের আবেদন বাতিল হয়েছে তাদের ব্রিটেন থেকে বের করে দেয়া সহজ হবে। কারণ কোর্টে ভিসার আবেদন পুন:মূল্যায়ন করলে কমপক্ষে ১২ সপ্তাহ সময় লাগে। এতে সরকারের খরচও হয় বেশী। তাই নতুন এই এডমিনিস্ট্রোটিভ রিভিউর মাধ্যমে দ্রুত ভিসা জটিলতা নিষপত্তি করা সম্ভব হবে বলে জানান তিনি। এছাড়া টিয়ার-১ এ ইনভেস্টর ভিসায় বিনিয়োগের পরিমাণ ১ মিলিয়ন থেকে বাড়িয়ে ২ মিলিয়ন করা হয়েছে। এতে করে ভূয়া ইনভেস্টরদের ব্রিটেনে প্রবেশ ঠেকানো সম্ভব হবে বলে জানান জেমস ব্রোকেনশায়ার। এছাড়া নতুন ইনভেস্টরদের নির্দিষ্ট কিছু ব্যবসায় বিনিয়োগের সুযোগ দেওয়া হবে।