সাকা চৌধুরীর স্ত্রী-পুত্রের জামিন
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীর জামিন দিয়েছেন আদালত।
রায় ফাঁসের ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাদের জামিন দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম। এর আগে সকালে তারা আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করেন।
জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট জাহিদুল ইসলাম কোয়েল ও অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সাকা চৌধুরীকে গত বছরের ১ অক্টোবর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওইদিন রায়ের আগেই সাকা চৌধুরীর স্ত্রী ও তার পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালের সামনে ওয়েব সাইট থেকে সংগৃহীত রায়ের কপি সংবাদকর্মীদের দেখান। রায় ফাঁসের ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৪, ৫৭ ও ৬৩ ধারায় শাহবাগ থানায় মামলা করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার।