ফিলিস্তিনকে সুইডেনের স্বীকৃতি
ফিলিস্তিন রাষ্ট্রকে সুইডেন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এর এক মাস আগে সুইডেন এক ঘোষণায় জানিয়েছিল, তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিবে।
সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ম্যারগট ওয়ালস্ট্রম এক বিবৃতিতে বলেন, সুইডেন সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্য দিয়ে আমরা স্থবির হয়ে পড়া শান্তি প্রক্রিয়ায় নতুন গতি সঞ্চার করতে চাই।
এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার তার দেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবার জন্য সুইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা এএফপিকে বলেন, ‘প্রেসিডেন্ট আব্বাস সুইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।’
তিনি বলেন, মাহমুদ আব্বাস সুইডেনের এ উদ্যোগকে ‘সাহসী ও ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।
আবু রুদেইনা বলেন, এই পদক্ষেপ অধিকৃত পূর্ব জেরুজালেমে কয়েক মাস যাবৎ বেড়ে চলা উত্তেজনার সঙ্গে সম্পৃক্ত। পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের প্রায় প্রতিদিনই ইসরাইলি পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে এবং ইসরাইল সম্প্রতি এখানে আরো ৩৬শ’বসতি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের এ চেষ্টার নিন্দা করেছে।
আবু রুদেইনা বলেন, ‘জেরুজালেমে ইসরাইলি পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।’
আব্বাস সুইডেনের এই পদক্ষেপ অনুসরণ করে অন্যান্য রাষ্ট্রের প্রতিও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানান।
মুখাপাত্র মাহমুদ আব্বাসের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘বিশ্বের সকল রাষ্ট্র, যারা ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে আমাদের স্বীকৃতি দিতে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে তাদের সুইডেনকে অনুসরণ করা উচিত।
পশ্চিম ইউরোপে সুইডেনই প্রথম ইইউ সদস্য রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল।