গহিন সুন্দরবনে পর্যটকদের জন্য মসজিদ
সুন্দরবনে বেড়াতে এসে অনেক সময় পর্যটকরা নামাজের ওয়াক্তে বিড়ম্বনায় পড়েন। এখন থেকে এটা আর হবে না। সুন্দরবনের গহিনে করমজল পর্যটন স্পটে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে।
এখানে বেড়াতে আসা পর্যটকদের দান করা টাকায় এই আধুনিক মসজিদটির কাজ প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে একজন ইমাম স্বেচ্ছায় সেখানে নিয়মিত নামাজ পড়াতে শুরু করেছেন। এ মসজিদে ৫ ওয়াক্ত আযান হয়। তবে বনের পরিবেশ যাতে নষ্ট না হয় সে জন্য কোনো মাইক ব্যবহার করা হয় না। মৌয়ালি, বাওয়ালিরা ও নৌযান শ্রমিকরাও এখানে নামাজ আদায় করেন।
বিশাল এই সুন্দরবনের এটাই একমাত্র আধুনিক মসজিদ উল্লেখ করে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পর্যটন স্পট করমজল স্টেশনের কর্মকর্তা ডেপুটি ফরেস্ট রেঞ্জার আব্দুর রব জানান, পরিবার বা বন্ধুদের নিয়ে বেড়াতে এসেছেন সুন্দরবনে। এখানে ডাঙ্গায় বাঘ আর নদীতে কুমির। এর মধ্যে নামাজের সময় হয়ে এসেছে। সুন্দরবনের ভেতরে মসজিদ থেকে ভেসে আসছে আযানের ধ্বনি। সাথে সাথে ওযু করে ইমামের সাথে নামাজ আদায় করছেন।