৪৯০ উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্রীড়া খাতকে প্রাধান্য দিয়ে দেশে ৪৯০টি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। বৃহস্পতিবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রধানমন্ত্রী পিছিয়ে থাকা ফুটবল এবং হারিয়ে যাওয়া গ্রামভিত্তিক খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর বিশেষভাবে জোর দেন এবং যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে প্রচার-প্রচারণা বাড়ানোর নির্দেশ দেন।
তিনি বলেন, যুবকদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহ বাড়ানোর উদ্যোগ ও পরিকল্পনা নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামাত জোট ক্ষমতায় এসে দেশের যুব ও ক্রীড়া খাতকে স্থবির করে রেখেছিল। তবে আওয়ামী লীগ খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, দেশে ক্রীড়া খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার নতুন নতুন স্টেডিয়াম নির্মাণসহ খেলাধুলায় মেয়েদের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ খেলাধুলায় এগিয়ে যাচ্ছে- উল্লেখ করে তিনি বলেন, এ উন্নয়নের ধারা ধরে রাখার জন্য গ্রামভিত্তিক খেলাধুলার প্রতি আরো মনোযোগ দিতে হবে।
প্রধানমন্ত্রী দেশের বেকার যুবসমাজকে প্রশিক্ষণ দিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজে লাগাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button