ধর্ষণে দায়ী নারীদের অশ্লীল পোশাক : ভারতীয় পুলিশ
ধর্ষণ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করেছে ভারতীয় পুলিশ। ক্রমশ বেড়ে চলা ধর্ষণের কারণ হিসেবে নারীদের অশ্লীল পোশাককেই দায়ী করেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ পুলিশ। বৃহস্পতিবার জিনিউজ এ খবর জানিয়েছে।
মোবাইল ফোনের ব্যবহার বেড়ে যাওয়া ও অশ্লীল বিজ্ঞাপনও এর জন্য দায়ী বলে মন্তব্য করেছে পুলিশ। তাদের বক্তব্য নারীরা ক্রমশ পাশ্চাত্যে পোশাক পরা শুরু করেছে, আর সেটা ধর্ষণের অন্যতম কারণ বলে মনে করছে পুলিশ।
পুলিশের তরফে বলা হয়েছে, ফিরোজাবাদ এলাকায় পুলিশ বেশ কিছুদিন ধরে পর্যবেক্ষণ করার পর জানিয়েছে, দেখা যাচ্ছে নারীদের অশ্লীল পোশাক এলাকার পুরুষদের আকর্ষিত করছে।
কংগ্রেসের পক্ষ থেকে এই মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে। কংগ্রেস নেত্রী শোভনা ওঝা জানিয়েছেন, ‘এটা একটা অসংবেদনশীল মন্তব্য, এটা পুলিশের উচিৎ হয়নি। পুলিশের উচিৎ এই ধর্ষণ বন্ধ করতে সঠিক ভূমিকা পালন করা।
প্রাক্তন ডিজিপি বিক্রম সিং বলেছেন, ‘এটা অত্যন্ত অমানবিক মন্তব্য। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিৎ।’