অগ্নিকাণ্ডের ঘটনা রহস্যজনক : মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুড়ে যাওয়া আমার দেশ কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, এই ভবনে এর আগের অগ্নিকাণ্ডের সঠিক তদন্ত হয়নি বলে বারবার এমন ঘটনা ঘটছে। এবারের অগ্নিকাণ্ডের ঘটনা রহস্যজনক মনে হচ্ছে। এটা নাশকতা নয় তা নিশ্চিত করে বলা যাবে না। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দেশের গণতন্ত্র রায় যে সংবাদমাধ্যমটি সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে তার মধ্যে আমার দেশ অন্যতম। কিন্তু এ পত্রিকাটিকে বন্ধ করে রাখা হয়েছে। সম্পাদককে জেলে রাখা হয়েছে। তারপরেও পত্রিকাটির অনলাইন মাধ্যমটি চালু ছিল। শনিবার (আজ) পত্রিকাটির অফিস স্থানান্তরের কথা। এর মধ্যে পত্রিকাটির অফিসে অগ্নিকাণ্ড রহস্যজনক। তিনি বলেন, ২০০৭ সালের পর এবার আবার বিএসইসি ভবনে অগ্নিকাণ্ড দেশের স্বাধীন গণমাধ্যমে ওপর বিরাট আঘাত। কারণ এ ভবনে আরটিভি, এনটিভি, আমার দেশের মতো শীর্ষস্থানীয় গণমাধ্যগুলোর অফিস রয়েছে। ২০০৭ সালের ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি জানিয়ে তিনি আরো বলেন, এবারের এ অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ খুঁজে বের করা উচিত এবং এর পেছনে কেউ জড়িত কি না তা বের করার দাবি জানাচ্ছি।