টেসকোর দুর্নীতির তদন্ত শুরু
ব্রিটেনের বিখ্যাত সুপারমার্কেট টেসকো’র মারাত্মক জালিয়াতি অভিযোগের তদন্তে দুটি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে। সুপারমার্কেটের ২৬৩ মিলিয়ন প্রফিট ওভারস্ট্যাটম্যান্ট খতিয়ে দেখতে সিরিয়াস ফ্রড অফিস আনুষ্ঠানিক ফৌজদারি তদন্ত শুরু করেছে।
খবরে বলা হয়, একাউন্টিং স্ক্যান্ডালের কারণে শেয়ারহোল্ডারদের থেকে ব্যাপক স্ক্রুটিনির পর চাপের মুখে তিনি পদত্যাগে বাধ্য হন। খবরে বলা হয় প্রাথমিকভাবে ২৫০ মিলিয়ন পাউন্ড লাভের কথা বলা হয়ে থাকলেও এটি ২৬৩ মিলিয়ন পাউন্ড হিসাবে অতিরিক্ত দেখানো হয়েছে এমনি তথ্য নিশ্চিত হওয়ার পর সুপারমার্কেট আজ আরো বিব্রতকর অবস্থায় পতিত হয়।
বছরের প্রথমার্ধে লাভ ৯২ শতাংশ হ্রাস পেয়েছে এমনি তথ্য পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলে।
উল্লেখ্য, একাউন্টিং স্ক্যান্ডালের কারণে সুপারমার্কেট জায়ান্ট টেসকো’র চেয়ারম্যান স্যার রিচার্ড ব্রডব্যান্ট ইতোপূর্বে পদত্যাগ করেছেন।