নকল ও থার্ড-পার্টি চার্জারের বিরুদ্ধে অ্যাপল
তরিকুর রহমান সজীব: প্রযুক্তি পণ্যের গুণগত মান অক্ষুণ্ন রাখতে টেক জায়ান্ট অ্যাপল সবসময়ই চেষ্টা করে আন্তরিকভাবে। যে কারণে অ্যাপল পণ্য মানেই সকলে নির্ভার থাকতে পারেন। কেবল পণ্যের ক্ষেত্রেই নয়, অ্যাকসেসরিজের দিক থেকেও অ্যাপল সেরা সেবাটি দিতেই সচেষ্ট। অবশ্য অ্যাপল’র অরিজিনাল অ্যাকসেসরিজগুলো দামের দিক থেকেও অনেকটা বেশিই হয়। তাই অনেকেই অ্যাপল পণ্য কিনলেও আর্থিক কারণেই থার্ড-পার্টি অ্যাকসেসরিজ ব্যবহার করে থাকে। অ্যাপল পণ্যের জন্য বেশকিছু থার্ড-পার্টি অ্যাকসেসরিজ নির্মাতা প্রতিষ্ঠান বিশ্বব্যাপী পরিচিত। এসব অ্যাকসেসরিজের মধ্যে শুরুতেই আসবে চার্জারের কথা। তবে কিছুদিন আগে চীনে এক মহিলা অ্যাপল পণ্যে থার্ড-পার্টি একটি চার্জার ব্যবহার বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করায় এখন টনক নড়েছে অ্যাপল’র। থার্ড-পার্টি এবং নকল চার্জার প্রতিরোধে তাই বিশ্বব্যাপী প্রচারণা শুরু করেছে অ্যাপল। অ্যাপল জানিয়েছে, নকল এবং থার্ড-পার্টি চার্জার নিরুত্সাহিত করতে তারা নকল এবং থার্ড-পার্টি চার্জার যারা ব্যবহার করছেন, তাদের অ্যাপল চার্জার দেওয়া হবে। এর জন্য বর্তমানের চার্জারের সাথে ১০ ডলার বা তার সমমানের স্থানীয় অর্থ প্রদান করলেই হবে। আগামী ১৬ আগস্ট থেকে এই প্রোগ্রাম চালু করবে অ্যাপল এবং এটি চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। গত জুলাই মাসের মাঝের দিকে এক খবরে প্রকাশ পায়, মা আইলুন নামের এক চীনা মহিলা আইফোনে একটি কল রিসিভ করার পরপরই বিদ্যুতায়িত হয়ে মারা যায়। এ সময় তার আইফোন ৫টি চার্জারের সাথে সংযুক্ত ছিল এবং সেই চার্জারটি অ্যাপল’র নিজস্ব চার্জার ছিল না। থার্ড-পার্টি চার্জারটিই এর জন্য দায়ী বলে তদন্তে দাবি করেছে অ্যাপল। আর এরই প্রেক্ষিতে অ্যাপল পণ্য ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থেই আসল অ্যাপল চার্জার ব্যবহারের দিকে সকলকে মনোযোগী হতে আহ্বান জানিয়েছে অ্যাপল। থার্ড-পার্টি চার্জার বদলে দেওয়া ছাড়াও এর মধ্যে অ্যাপল চীনা ওয়েবসাইটে নকল চার্জার সনাক্ত করার কিছু পদ্ধতিও বাতলে দিয়েছে। থার্ড-পার্টি চার্জার বদলে নেওয়ার জন্য প্রতিটি গ্রাহককে তার অ্যাপল পণ্যের সিরিয়াল নম্বর জানাতে হবে অ্যাপলকে। আর একজন গ্রাহক তার প্রতিটি অ্যাপল পণ্যের জন্য একটি করে চার্জার সংগ্রহ করতে পারবেন। অ্যাপল স্টোর কিংবা অ্যাপল অনুমোদিত সেবাপ্রদানকারীদের কাছ থেকে এগুলো সংগ্রহ করা যাবে। আর থার্ড-পার্টি চার্জারগুলো সংগ্রহের পর সেগুলোকে নষ্ট করে ফেলবে বলেই জানিয়েছে অ্যাপল।