জঙ্গি নয়, মাদরাসায় আল্লাহভীরু নাগরিক তৈরি হয় : আল্লামা শফী
দেশের বিভিন্ন অঞ্চলের কওমি মাদরাসায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী বলেছেন, কওমি মাদরাসায় কোনো জঙ্গি বা সন্ত্রাসী সৃষ্টি হয় না। এখানে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নাগরিক তৈরি হয়। তারা ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, জুলুম, ব্যভিচার থেকে সম্পূর্ণ মুক্ত।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম দারুল উলুম হাটহাজারী মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির এক সভায় তিনি এসব কথা বলেন।
আহমদ শফী বলেন, কতিপয় মস্তিষ্কবিকৃত বুদ্ধিজীবী, সাম্রাজ্যবাদী শক্তির এজেন্ট, মিডিয়া ব্যক্তিত্ব ও কর্মী, চিহ্নিত সুশীল গ্রুপ ইসলামের মৌলিক বিষয় নিয়ে নানাভাবে কটূক্তি করে যাচ্ছে। এছাড়া সরকারের অভ্যন্তরে ঘাঁপটি মেরে থাকা কতিপয় উচ্ছৃঙ্খল ও অতিউৎসাহী কর্মকর্তারাও এদের সঙ্গে জড়িত রয়েছে। যারা দেশে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেন, মাদরাসার গায়ে কলঙ্ক লেপন ও আলেম-ওলামার বিরুদ্ধে অপপ্রচারের মতলব জনগণ ভালো মতো অনুধাবন করে। মিথ্যাচারের পুরনো রেকর্ড বারবার বাজিয়ে জনগণকে বোকা বানানোর দিন ফুরিয়েছে। আমরা জনগণকে ইসলামবিদ্বেষী গোষ্ঠীর অপ্রপ্রচারে বিভ্রান্ত না হবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আগামী ১২-১৩ মার্চ ২০১৫ চট্টগ্রাম শহরে দুই দিনব্যাপী শানে রেসালাত সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় শানে রেসালাত সম্মেলন আয়োজন করার জন্য নেতাদের প্রতি আহ্বান করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মাওলানা শামসুল আলম, মাওলানা আবদুল মালেক হালিম, মাওলানা হাফেজ তাজুল ইসলাম, মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী প্রমুখ।