নতুন সঙ্কটে রুপার্ট মারডক

Mardocগোপন একটি টেপ ফাঁস হয়ে যাওয়ায় আবার নতুন করে সমস্যার সম্মুখীন হয়েছেন মিডিয়া মুঘল রুপার্ট মারডক। ফাঁস হওয়া ওই টেপে মারডক দাবি করেছেন যে, সরকারি কর্মকর্তাদের ঘুষ দেয়ার বিষয়টি তিনি জানতেন। গোয়েন্দা কর্মকর্তারা এখন ওই রেকর্ডের পূর্ণাঙ্গ তথ্য পাবার চেষ্টা করছেন। আর এদিকে বৃটিশ এমপিরাও আবার তাকে নতুন করে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। হাউজ   অব কমন্সের কালচার, মিডিয়া অ্যান্ড স্পোর্টস কমিটি আবারও রিনউজ করপোরেশনের প্রধানকে তাদের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। ঘরভর্তি সাংবাদিকদের সামনে করা মারডকের ওই মন্তব্য চ্যানেল ফোরের পক্ষ থেকে গোপনে রেকর্ড করা হয়েছিল। তাতে তিনি পুলিশের সমালোচনা করে তার চ্যানেলের সাংবাদিকদের সাফাই গেয়েছেন। উল্লেখ্য, নিউজ করপোরেশনের সাংবাদিকদের বিরুদ্ধে ফোনে আড়িপাতার বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য পুলিশকে ঘুষ দেয়ার অভিযোগ রয়েছে। ২০১১ সালে মারডক তার ছেলে জেমসকে নিয়ে সর্বশেষ কমিটির সামনে সাক্ষ্য দিয়েছিলেন। তারা তখন এমপিদের বলেছিলেন, ফোনে আড়িপাতা কেলেঙ্কারির জন্য তারা দুঃখিত। জেমস মারডক বলেছিলেন, এ বিষয়টি আমি আমার বাবা এবং নিউজ করপোরেশনের সবার জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমাদের কোম্পানি সারা বিশ্বে যে মান বজায় রেখে কাজ করে সেটার সঙ্গে এ ধরনের কাজ সঙ্গতিপূর্ণ নয়। এসব কিছু ঠিক করার ক্ষেত্রে আমরা দু’জনেই বদ্ধপরিকর। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেটা নিশ্চত করা হবে। তবে গত মার্চে রেকর্ড করা সামপ্রতিক টেপে দেখা যাচ্ছে মারডক বলছেন, আমি বলতে চাচ্ছি বিষয়টি অত্যন্ত লজ্জাজনক। দু’বছর পর আজ আমরা এখানে রয়েছি। আর পুলিশ এখনও অদক্ষই রয়ে গেছে। সান পত্রিকার সাংবাদিক ভর্তি একটি কক্ষে তিনি এ ধরনের মন্তব্য করেছেন বলে এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এতে তিনি ঘুষ দেয়ার বিষয়টি পাশ কাটিয়ে সাংবাদিকদের আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, আপনাদের পূর্ণ সমর্থন দেয়ার জন্য আমি সাধ্যমতো সবই করবো। আপনারা যদি দোষী সাব্যস্ত হয়ে ছয় মাসের বেশি সাজাও পান তবুও আমি আপনাদের পাশে থাকবো।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button