একসাথে কাজ করার অঙ্গীকার মার্কিন দুই নেতার
দেশটির মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দল ঐতিহাসিক বিজয় অর্জনের পর সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা নিরসনে একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সিনেটের রিপাবলিকান নতুন নেতা। উল্লেখ্য বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণে রয়েছে রিপাবলিকানরা।
হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, আগামী দু’বছরকে যথাসম্ভব সক্রিয় ও গতিময় রাখতে তিনি নতুন কংগ্রেসের সাথে কাজ করতে আগ্রহী।
এদিকে সিনেটের নতুন নেতা মিচ ম্যাক কনেল বলেন, অকেজো সিনেটকে তিনি সক্রিয় করবেন। তিনি বলেন, গত কয়েক বছর ধরে সিনেট মূলত তেমন কিছুই করেনি। আমরা আবার কাজে ফিরে যাব এবং বিল পাস করবো। যেসব বিষয়ে মতৈক্য সম্ভব সেসব বিষয়ে একযোগে কাজ করার অঙ্গীকার করেন এই নেতা।
এদিকে হোয়াইট হাউজে শুক্রবার ওবামা ডেমোক্রেটিক ও রিপাবলিকান নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।