অডিট রিপোর্ট নাকচ করলেন মেয়র লুৎফর রহমান
ব্রিটেনের টাওয়ার হ্যামলেটের মেয়র লুৎফর রহমান এক বিবৃতিতে সরকারি অডিট রিপোর্ট নাকচ করে দিয়েছেন। কাউন্সিল বলেছে কোন ধরণের অপরাধমূলক অথবা জালিয়াতির প্রমান ওই প্রতিবেদনে উল্লেখ নেই। গত সোমবার সকালে প্রকাশিত অডিট রিপোর্টে অর্থায়ন, বরাদ্ধ হ্যান্ডলিং, সরকারি সম্পত্তি বিক্রি এবং প্রচার ব্যয়ে ট্যাক্সপেয়ারদের অর্থের সর্বোত্তম মূল্য দেয়া হয়নি বলে কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
কিন্তু কাউন্সিল মূল মন্তব্য নাকচ করে দিয়ে বলেন “এই সমস্ত অভিযোগের কোন প্রমাণ নেই।” কাউন্সিল মুখপাত্র বলেন সরকার নিয়োজিত ফরেনসিক অডিটররা কোন ধরণের অপরাধমূলক অথবা জালিয়াতির প্রমাণ চিহ্নিত করতে পারেন নি।
কাউন্সিল লোকাল গভর্নম্যান্ট সেক্রেটারি এরিখ পিকলসকে রিপোর্টের আলোকে কাজ করার আহ্বান জানান।