যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছে রিপালিকান দল। সিনেটের নিয়ন্ত্রণ এখন রিপাবলিকানদের হাতে। ডেমোক্র্যাটদের আসন আরকানসাস, কলোরাডো, আইওয়া, মন্টানা, নর্থ ক্যারোলিনা, সাউথ ডাকোটা ও ওয়েস্ট ভার্জিনিয়ায় জয় পেয়েছেন রিপাবলিকানরা।
অ্যালাবামা, জর্জিয়া, ক্যানসাস, মেইন, মিসিসিপি, নেব্রাস্কা, ওকলাহোমা, সাউথ ক্যারোলিনা ও টেনেসিতে নিজেদের আসনগুলোতেও প্রাধান্য অক্ষুণ্ণ রেখেছে দলটি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সিনেটে নেতৃত্ব দেবেন রিপাবলিকান সিনেট নেতা মিচ ম্যাককনেল।
সংখ্যাগরিষ্ঠতার বিচারে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও নিজেদের অবস্থানকে সুসংসহত করার প্রস্তুতি নিয়েছে রিপাবলিকান পার্টি। নির্বাচনী প্রচারণায় ওবামার প্রতি ভোটার অসন্তোষকে অনেক বেশি প্রাধান্য দিয়েছিলেন রিপাবলিকান প্রার্থীরা। গতকাল আসা প্রাথমিক ফলাফলে বেশ এগিয়ে ছিল দলটি।
পশ্চিমাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যে এখনও ভোট গণনার কাজ চলছে। ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের প্রার্থীদের হারিয়ে রিপাবলিকান প্রার্থীদের এ জয় তাদের ক্ষমতাকে বৃদ্ধি করবে ও অস্বস্তিতে ফেলবে প্রেসিডেন্ট বারাক ওবামাকে, এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button