সিরিজ জিতল বাংলাদেশ
খুলনা টেস্টে জয় পেল বাংলাদেশ। ৩১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে ১৫১ রানে অলআউট হয়ে যায়। এদিকে, আবারো ৫ উইকেট নিলেন সাকিব আল হাসান। ২-০ ব্যবধানে বাংলাদেশ সিরিজ জয় করল।
চতুর্থ ইনিংসে স্পিনারদের দিয়ে বাংলাদেশের বোলিং শুরু করেন অধিনায়ক মুশফিকুর রহিম। মাত্র ৪ রান করে তাইজুলের বলে ফিরে যান ওপেনার ব্রায়ান চারি। দলীয় ১৩ রানের মাথায় সাকিবের বলে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে ৯ রানে ফেরেন আরেক ওপেনার সিকান্দার রাজা। ৩য় উইকেট টেউলর আউট হন সাকিবের বলে। মাত্র ১৫ রানেই জিম্বাবুয়ের ৩ উইকেটের পতন ঘটে। এরপর ৮৫ রানে চতুর্থ ও ১১৭ রানে ৫ম উইকেটের পতন ঘটে।
মাসাকাদজা ৫২ রান নিয়ে ব্যাটিং করছেন। ইরভিন ২১ রানে সাজঘরে ফিরে যান।
টেস্টের পঞ্চম ও শেষ দিনে জিম্বাবুয়েকে ৩১৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। শুভাগত হোম চৌধুরীর বিদায়ের পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ উইকেটে ২০১ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৬৫ রানের লিড পাওয়ায় ২৬৬ রানে এগিয়ে ছিল স্বাগতিকরা। বাংলাদেশের ৪৩৩ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৬৮ রান করে জিম্বাবুয়ে।