সিরিজ জিতল বাংলাদেশ

খুলনা টেস্টে জয় পেল বাংলাদেশ। ৩১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে  ১৫১ রানে অলআউট হয়ে যায়। এদিকে, আবারো ৫ উইকেট নিলেন সাকিব আল হাসান। ২-০ ব্যবধানে বাংলাদেশ সিরিজ জয় করল।
চতুর্থ ইনিংসে স্পিনারদের দিয়ে বাংলাদেশের বোলিং শুরু করেন অধিনায়ক মুশফিকুর রহিম। মাত্র ৪ রান করে তাইজুলের বলে ফিরে যান ওপেনার ব্রায়ান চারি। দলীয় ১৩ রানের মাথায় সাকিবের বলে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে ৯ রানে ফেরেন আরেক ওপেনার সিকান্দার রাজা। ৩য় উইকেট টেউলর আউট হন সাকিবের বলে। মাত্র ১৫ রানেই জিম্বাবুয়ের ৩ উইকেটের পতন ঘটে। এরপর ৮৫ রানে চতুর্থ ও ১১৭ রানে ৫ম উইকেটের পতন ঘটে।
মাসাকাদজা ৫২ রান নিয়ে ব্যাটিং করছেন। ইরভিন ২১ রানে সাজঘরে ফিরে যান।
টেস্টের পঞ্চম ও শেষ দিনে জিম্বাবুয়েকে ৩১৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। শুভাগত হোম চৌধুরীর বিদায়ের পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ উইকেটে ২০১ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৬৫ রানের লিড পাওয়ায় ২৬৬ রানে এগিয়ে ছিল স্বাগতিকরা। বাংলাদেশের ৪৩৩ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৬৮ রান করে জিম্বাবুয়ে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button