কনজারভেটিভ দল মুসলমানদের সমর্থন হারাবে
জুয়েল রাজ: ব্রিটেনের আগামী নির্বাচনে মুসলমানদের ভোটের প্রতি গুরুত্ব দিতে পরামর্শ দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদা ওয়ার্সি। আগামী বছর অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিভ দল মুসলমানদের সমর্থন হারাবে বলে আশংকা প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদা ওয়ার্সি। গত আগস্ট মাসে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করা ওয়ার্সি বলেছেন, গত গ্রীষ্মে গাজায় ইসরাইলী হামলার সময় ব্রিটেনের নির্লিপ্ততার কারণে মুসলমানদের সমর্থন হারিয়েছে তার দল। গাজায় ইসরাইলি হামলায় ব্রিটেনের সেসময় সরকারের নীরবতার নীতির প্রতিবাদে পদত্যাগ করেছিলেন তিনি। বিবিসির এশিয়ান নেটওয়ার্কের সাথে এক সাক্ষাতকারে পাকিস্তানী বংশোদ্ভুত সাবেক কনজারভেটিভ দলের চেয়ারম্যান ওয়ার্সি আরো বলেন, মুসলমান ভোটের পরিবর্তে তার দল এখন হিন্দু কমিউনিটির ভোট নিশ্চিত করার চেষ্টা করছে। তবে তিনি বলেন, কনজারভেটিভ দলের ২০১৫ সালের নির্বাচনের দিকে লক্ষ্য রেখে মুসলমান কমিউনিটির সমর্থন লাভের জন্য কাজ করা উচিত।