ইরাকে আরও ১,৫০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র
ইরাকে অতিরিক্ত ১ হাজার ৫০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। তারা সম্মুখ সমরে অংশগ্রহণ করবে না। কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি সেনাদের সহায়তা করার লক্ষ্যেই সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক সদরদপ্তর পেন্টাগন বলছে, সেনারা ইরাকের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেবে ও সহায়তা করবে। ইরাকি সরকারের অনুরোধের প্রেক্ষিতে প্রেসিডেন্ট বারাক ওবামা অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়টি অনুমোদন করেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ইরাক ও সিরিয়ার বড় একটি অংশ দখল করেছে আইএস। গত আগস্ট মাস থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনীর শ’ শ’ বিমান আইএসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরাকের সামরিক বাহিনীকে সহায়তায় আগে যে মার্কিন সেনা উপদেষ্টারা গিয়েছিলেন, তাদের সঙ্গে যোগ দেবেন অতিরিক্ত ১,৫০০ সেনা সদস্য। রাজধানী বাগদাদের বাইরে ও উত্তরাঞ্চলীয় ইরবিল শহরে দুটি ‘পরামর্শ ও সহায়তা কেন্দ্র’ও প্রতিষ্ঠা করবে মার্কিন সেনাবাহিনী। এদিকে ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের মোকাবিলায় কংগ্রেসের কাছে ৫৬০ কোটি ডলার চাইবেন ওবামা।