প্রথম ব্রিটিশ অ্যাথলেট হিসেবে চ্যম্পিয়নশিপে সোনা জিতলেন ফারাহ

মস্কোতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০ হাজার মিটার দৌড়ে সোনা জিতেছেন অলিম্পিক চ্যাম্পিয়ন ব্রিটেনের মো ফারাহ। প্রথম ব্রিটিশ অ্যাথলেট হিসেবে চ্যম্পিয়নশিপে এ ইভেন্টে সোনা জিতলেন ফারাহ। গত বছর লন্ডন অলিম্পিকে এ ইভেন্ট ছাড়াও ৫ হাজার মিটারেও সোনা জিতেছিলেন তিনি।
শনিবার রুশ রাজধানীতে প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ফারাহ ২৭ মিনিট ২১.৭১ সেকেন্ড সময় নিয়ে পেছনে ফেলেন ২০১১ সালের চ্যাম্পিয়ন ইথিওপিয়ার ইব্রাহিম জেইলানকে। কেনিয়ার পল তানুই পান ব্রোঞ্জ পদক।
এ ইভেন্টে ইথিওপিয়া ও কেনিয়ার কয়েকজন করে অ্যাথলেট থাকলেও ফারাহর সক্ষমতার পরীক্ষা নিতে পারেনি তারা। বেশিরভাগ সময় আফ্রিকার এই দুই দেশের অ্যাথলেটরা দৌড়ের অগ্রভাগে থাকলেও শেষ ল্যাপে ফারাহ তাদের সবাইকে ছাড়িয়ে যান।
এর আগে মেয়েদের ম্যারাথনে ১৪তম আইএএএফ বিশ্ব চ্যম্পিয়নশিপের প্রথম সোনাটি জিতেন গতবারের চ্যম্পিয়ন কেনিয়ার এডনা কিপলাগাট।
বিশ্ব চ্যম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথম মেয়েদের ম্যারাথনের শিরোপা ধরে রাখার নজির দেখালেন তিনি।
৩৩ বছর বয়সী এই অ্যাথলেট গত অলিম্পিকে ২০তম হয়েছিলেন। ২ ঘণ্টা ২৫ মিনিট ৪৪ সেকেন্ড সময় নিয়ে তিনি পেছনে ফেলেন দৌড়ে বেশিরভাগ সময় এগিয়ে থাকা ইটালির ভ্যালেরিয়া স্ত্রানিয়োকে। ৩৭ বছর বয়সী স্ত্রানিয়ো এখন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতা সবচেয়ে বেশি বয়সী অ্যাথলেট। ব্রোঞ্জ পেয়েছেন জাপানের কাইয়োকো ফুকুশি।
এদিকে প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার দৌড়ের হিট অনায়াসেই পেরিয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট, সময় নিয়েছেন ১০.০৭ সেকেন্ড।
হিট পেরিয়েছেন ফাইনালে বোল্টের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী স্বদেশী নেস্টা কার্টার এবং মার্কিন জাস্টিন গ্যাটলিন ও মাইক রজার্স।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button