ইউক্রেনে প্রবেশ করেছে রুশ ট্যাঙ্ক-অস্ত্রবাহী ট্রাক
রাশিয়া থেকে ৩২ টি ট্যাঙ্ক ও ৩০ টির মতো অস্ত্রবাহী ট্রাক ইউক্রেন সীমান্তে প্রবেশ করেছে। শুক্রবার এ ট্যাঙ্ক ও অস্ত্রবাহী ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে ইউক্রেন সরকার। বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে। ইউক্রেন সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, ট্রাকগুলোতে গোলাবারুদ ও যোদ্ধাদের বহন করেছিল। কিন্তু বিবিসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি।
অনেক দিন থেকেই পূর্ব ইউক্রেনে রুশপন্থি বিদ্রোহীদের সাথে দেশটির সেনাবাহিনীর সংঘর্ষ চলে আসছে। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক শহরে রুশপন্থিরা সায়ত্ত্বশাসনের দাবি করায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এদিকে গত ৫ সেপ্টেম্বর উভয় পক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। কিন্তু যুদ্ধ বিরতি সত্ত্বেও দেশটির সেনাবাহিনীর সাথে রুশপন্থিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির পর এ পর্যন্ত দেশটিতে ১০০ জনের মতো লোক নিহত হয়েছে।
এছাড়া চলতি বছরের এপ্রিল থেকে শুরু হওয়া সংঘর্ষে দেশটিতে ৪ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। ইউরোপিয় পর্যবেক্ষক দল ওএসসিই বলছে এখনও দেশটিতে ‘রক্তপাতের’ ঘটনা ঘটছে।
অন্যদিকে শুক্রবার দোনেৎস্ক শহরে দেশটির সেনাবাহিনীর সাথে রুশপন্থিদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, গত রবিবার দোনেৎস্ক ও লুহানস্ক শহর স্ব-শাসনের দাবিতে গণভোট আয়োজন করে। কিন্তু ইউক্রেন সরকার ও পশ্চিমা বিশ্ব এ গণভোটের নিন্দা জানায়। তবে রাশিয়া তাদের সমর্থন দেয়। এর পর থেকেই আবার দেশটিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।