রোববার সারাদেশে বিএনপির বিক্ষোভ
সমাবেশ করার অনুমতি না দেয়ার প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। শনিবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বেলা ২টায় এ সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল। সমাবেশ সফল করতে দলটির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতিও গ্রহণ করা হয়। কিন্তু আওয়ামী পুলিশ সমাবেশের অনুমতি না দেয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে আজ সমাবেশ করতে পারছে না বিএনপি।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ৯ দিন আগে অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে লিখিত আবেদন করে বিএনপি। গতকাল শুক্রবার সমাবেশের এক দিন আগেও ডিএমপি থেকে কিছু না জানানোয় দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু ও অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম বিকেলে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান। কিন্তু তাদেরকে কিছু না জানিয়ে ফিরিয়ে দেয়া হয়।