কানাডার ইতিহাসে সর্বোচ্চ অভিবাসী নেয়ার সিদ্ধান্ত
গত সেপ্টেম্বরে কানাডার বেকারত্বের হার ছিলো ৬.৮ শতাংশ। এদিকে উচ্চ শিক্ষিত অভিবাসীরা এসে পেশাগত কাজ তো দূরের কথা, সাধারণ ‘অড জব’ও পাচ্ছেনা। এসব সমস্যা সত্ত্বেও কানাডার হারপার সরকার দক্ষ শ্রমিকদের অভিবাসী করার লক্ষে ‘এক্সপ্রেস এন্ট্রি’ নামের নতুন একটি পদ্ধতি চালু করতে যাচ্ছে।
ইমিগ্রেশন মন্ত্রি ক্রিস আলেকজান্ডার বলেছেন, ২০১৫ সালে কানাডার ইতিহাসে সর্বোচ্চ দুই লাখ পচাঁশি হাজার অভিবাসী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। কানাডার কেন্দ্রীর নির্বাচনকে সামনে রেখে এই ঘোষণা অনেকটা নির্বাচনের প্রতিশ্রুতি বলে অভিজ্ঞ মহল মনে করছেন।
উল্লেখ্য, অভিবাসী বিরোধী কনজারভেটিভ সরকারের আমলে সব চেয়ে বেশি দুই লাখ আশি হাজার অভিবাসী কানাডায় আসার সুযোগ পেয়েছিলো গত ২০১০ সালে।