৮০ ভাগ কাতালান স্বাধীনতার পক্ষে
৮০ ভাগের বেশি কাতালান স্পেন থেকে স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে। রোববার প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ১১ লাখের বেশি কাতালান তাদের স্বাধীনতার ইচ্ছার কথা প্রকাশ করেছেন। তবে স্পেন সরকার এই গণভোটকে মেনে নেয়নি। স্পেনের বিচার বিভাগ এই গণভোটকে অসাংবিধানিক আখ্যা দিয়েছিল।
কাতালান সরকার জানিয়েছে, ৫৪ লাখ বৈধ ভোটারের মধ্যে রোববারের গণভোটে অংশ নিয়েছে ১১ লাখ। তাদের ৮০ ভাগের বেশি স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে। ভোটারদের স্বাধীনতা কিংবা কাতালান রাজ্যে থাকা নিয়ে ভোট দিতে বলা হয়েছিল।
ভোটারদের মধ্যে বায়ার্ন মিউনিখের কাতালান কোচ পেপ গার্দিওলাও ছিলেন।
এই গণভোট প্রতীকী হলেও কাতালানবাসী যে স্বাধীনতা চাচ্ছে, তা ফুটে ওঠেছে। ফলে একসময় স্পেনকেও এই দাবি মেনে নিতে হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।