আদালতে হাজিরা দিলেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার স্যাগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২৪ নভেম্বর নির্ধারণ করেছেন বিশেষ জজ আদালত।
রোববার পুরান ঢাকার আলিয়া মাদরাসাসংলগ্ন মাঠে স্থাপিত তৃতীয় জজ বিশেষ আদালতের বিচারক বাসুদেব রায় এ তারিখ নির্ধারণ করেন। এ দুই মামলায় গতকাল বেগম খালেদা জিয়া হাজিরা দিয়েছেন।
এ দিকে দুই মামলায় চার্জ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন উল্লেখ করে সময়ের আবেদন জানান খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত সে আবেদন মঞ্জুর করে স্যাগ্রহণ পিছিয়ে আগামী ২৪ নভেম্বর পুনর্নির্ধারণ করেন।
বাদি হারুণ অর রশিদ সাক্ষ্য দেয়ার জন্য আদালতে উপস্থিত ছিলেন, তবে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দীর তারিখ পিছিয়ে দেন আদালত।
বেলা ১১টায় আদালতে পৌঁছেন বেগম খালেদা জিয়া। ২০-২৫ মিনিটে শুনানি শেষে আদালত অঙ্গন ত্যাগ করেন তিনি।
গত ২৬ অক্টোবর এ মামলায় স্যাগ্রহণের দিন ধার্য থাকলেও হরতালের কারণে আদালতে উপস্থিত থাকতে পারেননি বেগম খালেদা জিয়া। পরে স্যাগ্রহণের দিন পিছিয়ে ৯ নভেম্বর তারিখ পুনর্নির্ধারণ করেন আদালত।