টনি ব্লেয়ারের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ
চীনের সাথে গোপন তেল চুক্তির বিনিময়ে সৌদি আরবের কাছ থেকে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের বিরুদ্ধে। জানা গেছে, ২০১০ সালের নভেম্বরে ব্লেয়ার সৌদি আরবের সাথে গোপন এ চুক্তি করেন।
২১ পৃষ্ঠার এক গোপন নথি থেকে জানা যায়, চীনের সাথে চুক্তি করে দেয়ার বিনিময়ে ব্লেয়ারকে সৌদি আরবের প্রতি মাসে ৪১ হাজার পাউন্ড দিতে হবে বলে শর্ত করা হয়। এ ছাড়া চীনের সাথে চুক্তি হলে কমিশন হিসেবে তাকে তেল বিক্রির ২ শতাংশ অর্থ দিতে হবে বলে জানানো হয়। তবে চুক্তির ক্ষেত্রে ব্লেয়ার যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন তা নিয়ে কোনো কথা প্রকাশ করা যাবে না বলে তিনি সৌদি রাজ পরিবারকে শর্ত দিয়েছিলেন। যে তেলত্রে থেকে ব্লেয়ার চীনের কাছে তেল বিক্রির চুক্তি করে দিতে চেয়েছিলেন তা ছিল সৌদি আরবের ব্যবসায়ী তারেক ওবাইদ এবং সৌদি যুবরাজ প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহ আল সৌদের মালিকানাধীন।
ধারণা করা হচ্ছে ব্লেয়ারের এই অর্থ কেলেঙ্কারির কথা প্রথমবারের মতো ফাঁস হওয়ার পর সমালোচনার ঝড় উঠবে। এ ছাড়া মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত হিসেবে তার ভূমিকা নিয়েও প্রশ্নের জন্ম দেবে। ব্লেয়ারের এক সহযোগী ২১ পৃষ্ঠার এ গোপন চুক্তির কথা ফাঁস করে দিয়েছেন। একটি সূত্র জানিয়েছে, ব্লেয়ারের সহযোগিতায় গোপন এ চুক্তি হওয়ার কারণে চীনের সাথে সৌদি আরবের বাণিজ্য সম্পর্ক তৈরি হয়েছে।