চুক্তি ছাড়াই শেষ হয়েছে পারমাণু আলোচনা
ওমানের রাজধানী মাস্কাটে ইরান, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার উঁচু পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক কোনো চুক্তি সম্পাদন ছাড়াই শেষ হয়েছে। তবে কোনো পক্ষই বৈঠকের ফলাফল জানায়নি। বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া গেছে যে, বৈঠকের বিষয় নিয়ে তিনপক্ষই বিশেষ গোপনীয়তা বজায় রেখেছে।
আগামী ২৪ নভেম্বরের মধ্যে ইরানের পরমাণু ইস্যুতে চূড়ান্ত চুক্তি করার পথে যেসব বাধা রয়েছে সেগুলো দূর করার জন্য ইরানের পররাষ্ট্র মোহাম্মাদ জাওয়াদ জারিফ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টোন এ বৈঠকে বসেন।
মাস্কাট আলোচনার মূল বিষয়বস্তু ছিল- ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার সীমা এবং তেহরানের ওপর থেকে মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা তুলে নেয়ার সময়সীমা ঠিক করা।
রোব ও সোমবার দু দিনে মোট চার দফা বৈঠক করেছেন তিন শীর্ষ পর্যায়ের কূটনীতিক। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ইরান ও ছয় জাতিগোষ্ঠীর সহকারীরা বৈঠকে বসবে। এরপর আগামী ১৮ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দু পক্ষ শেষ বৈঠক করবে। ২৪ নভেম্বর অন্তর্বর্তী চুক্তির মেয়াদ শেষ হবে বলে কথা রয়েছে। ওই তারিখের মাত্র ছয়দিন আগে দু পক্ষ চূড়ান্ত বৈঠকে বসবে।