কানাডায় ভ্রমণে নিষেধাজ্ঞা
ইবোলা সংক্রমিত বিভিন্ন দেশ থেকে আসা লোকজনের চলাফেরার ওপর নিষেধাজ্ঞা জোরদার করেছে কানাডা। দেশটি বলেছে, ‘সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা’ ভ্রমণকারীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা অথবা তাদেরকে বিশেষ চিকিৎসা কেন্দ্রে রাখা হবে।
কানাডার জনস্বাস্থ্য সংস্থা সোমবার জানায়, ইবোলা ভাইরাসের সংস্পর্শে থাকা লাইবেরিয়া, গিনি বা সিয়েরালিওন থেকে ফিরে আসা লোকজনকে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার কাছে রিপোর্ট করতে এবং সর্বোচ্চ ২১ দিন নিজস্ব পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে। এছাড়া সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ভ্রমণকারীদের ২১ দিনের বিচ্ছিন্ন থাকার নিয়ম মানারও নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, কানাডায় এখন পর্যন্ত ইবোলা ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এসব উদ্যোগ নেয়া হচ্ছে।