এপেক সম্মেলনে নতুন মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের সিদ্ধান্ত
চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করেছেন। একে এক ঐতিহাসিক ঘটনা বলেছেন চীনের এই নেতা। অনেকেই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার মুক্ত বাণিজ্য অঞ্চলকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বলয়ের বাইরে পাল্টা পদক্ষেপ মনে করেন।
চীনকে বাদ দিয়ে আলাদাভাবে যুক্তরাষ্ট্র সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় অংশীদারিত্বমূলক (টিপিপি) বাণিজ্যের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পাল্টা হিসেবে চীন এই রোডম্যাপ ঘোষণা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
চীন ও রাশিয়াকে বাদ দিয়ে ১২টি দেশ নিয়ে প্রশান্ত মহাসাগরীয় অংশীদারত্বমূলক (টিপিপি) বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র। চীন মনে করে এই অঞ্চলে তার ক্রমবর্ধমান প্রভাব আটকাতেই এই পরিকল্পনা আঁটছে যুক্তরাষ্ট্র। তবে বারাক ওবামা বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া সাক্ষাতকারে এই অভিযোগ অস্বীকার করেছেন। সূত্র: বিবিসি