ওবামাকে মারল সিএনএন !
ওবামা আর ওসামা নাম দুটির বানানে মাত্র ‘ব’ আর ‘স’ এর পার্থক্য। কিন্তু বাস্তবে তারা দুই বিপরীত মেরুর দুই চরিত্র। একজন বিশ্বের সবচে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, আরেকজন সেই ওবামার নির্দেশে নিহত হওয়া আল-কায়েদার শীর্ষনেতা ওসামা বিন লাদেন। তাই একজনের স্থানে আরেকজনকে বসানোর কোনো সুযোগ নেই। কিন্তু একজনের স্থানে আরেকজনকে বসানোর মতো ‘মহাভুল’ করে লজ্জায় মাথা কাটা যাবার অবস্থা হয়েছে ওবামার নিজের দেশের বিখ্যাত টিভি চ্যানেল সিএনএনের। ঘটনাটি খুলে বলা যাক।
২০১১ সালে লাদেনকে হত্যার মিশনে অংশ নেয়া মার্কিন বিশেষ কমান্ডো বাহিনী নেভি সিলের ও’নেইল নামের একজন সদস্য সম্প্রতি দাবি করেন তার গুলিতেই লাদেন নিহত হয়েছিলেন। তার পরিচয় প্রকাশ্যে আসার পর তিনি ইসলামি জঙ্গিদের নিকট থেকে হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেন। ফলে তাকে নিয়েই সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করে সিএনএন। অনুষ্ঠানের সঞ্চালক এরিন ব্রানেট কথা বলছিলেন আর টিভি স্ক্রলে নিচে লেখা উঠছিল ‘নেভি সিলের যে সদস্য ওবামাকে হত্যা করেছিল তার জীবন হুমকির মুখে’! স্ক্রলে ওসামার স্থলে ওবামা লেখা হয়েছে তা সিএনএন যখন খেয়াল করে তখন প্রায় ৪৫ সেকেন্ড পার হয়ে গেছে। তখন ভুল শুধরে দেয় তারা। কিন্তু এর মধ্যে দর্শকের কেউ কেউ মোবাইল ফোনে ছবি তুলে ফেলেছেন সেই স্ক্রলের। এরপর সেই ছবি ছেড়ে দেন ইন্টারনেটে। ব্যস সিএনএনের উদ্দেশে শুরু হয়েছে হাসিঠাট্টা। -হাফিংটন পোস্ট