র্যাবের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন অপহরণের ঘটনায় সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
র্যাবের সাবেক তিন কর্মকর্তারা হলেন-চাকরিচ্যুত র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ, উপ-অধিনায়ক (চাকরিচ্যুত) মেজর আরিফ হোসেন, স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির ইনচার্জ কমান্ডার (চাকরিচ্যুত) এম এম রানা। এছাড়া মামলায় প্রধান আসামী করা হয়েছে কর্নেল তারেক সাঈদকে।
বুধবার দুপুরে বাদী হয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে ইসমাইলের ভাই আবদুল মান্নান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিচারক অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে সাত খুনের ঘটনার প্রতিবেদনের সঙ্গে এ অপহরণ মামলার তদন্ত প্রতিবেদনও জমা দিতে গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন।
মামলার বাদী আবদুল মান্নান অভিযোগ করেন, র্যাবের তিন কর্মকর্তা ও নূর হোসেন এ অপহরণের সঙ্গে সম্পৃক্ত। ইসমাইলকে অপহরণের পর দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ব্যাপারে মামলা করতে চাইলে ডিবি ও পুলিশ সেটা আমলে নেয়নি। পরে বাধ্য হয়ে আদালতে মামলাটি দায়ের করা হয়।
বাদীপক্ষের আইনজীবী এডভোকেট শাহ মাজহার জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে সাত খুনের মামলার প্রতিবেদনের সঙ্গে তদন্ত প্রতিবেদন দিতে ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।