ক্যাশ বেনিফিট নিষিদ্ধ করতে পারে ব্রিটেন
ইউরোপিয়ান কোর্ট অব জাষ্টিজ ঘোষণা করেছেন যে বেনিফিট পর্যটকেরা ওয়েলফেয়ার স্কিম থেকে বাদ যেতে পারেন। আদালত তার আদেশে বলেন ইইউ সদস্য রাষ্ট্রগুলি অর্থনৈতিকভাবে অর্কমন্য নাগরিকদের সোস্যাল বেনিফিট প্রদানে অবশ্যই অস্বীকৃতি জানানোর সম্ভাবনা রয়েছে। বৃটেন পাঁচ বছরের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন অভিবাসীদের ‘স্পেশাল নন-কন্ট্রিবিউটরি ক্যাশ বেনিফিট’ দাবী নিষিদ্ধ করতে পারে।
আদালত এই মর্মে রুল জারি করেন যে এটি ব্রাসেলসের নয়, সরকারের উপর নির্ভরশীল- বিদেশী ও ইউরোপিয় নাগরিকদের সোস্যাল এ্যসিসট্যান্স বেনিফিটের দাবী থেকে বাদ দিতে সে কিভাবে আইন প্রণয়ন করবে।
আদালত বেকার মাইগ্র্যান্টরা যারা বেনিফিটের সুযোগ রোধকারি বিভিন্ন পদক্ষেপ বিরুদ্ধে মানবাধিকার আইন ব্যবহার করার প্রয়াসী তাদের সেই সুযোগ বন্ধ করে দিয়েছেন।