পলাতক খোকনের মৃত্যুদণ্ড
ফরিদপুরের নগরকান্দার পৌর মেয়র পলাতক জাহিদ হোসেন খোকনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল তাকে মৃতুদণ্ড দেন।
খোকনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১১টি অভিযোগের মধ্যে ১০টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত। এর মধ্যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম অভিযোগে খোকনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া ৪টি অভিযোগে তাকে ৪০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তার মধ্যে ২ নং অভিযোগে ৫ বছর, ৩ নং অভিযোগে ১০ বছর, ৪ নং অভিযোগে ২০ বছর এবং ১১ নং অভিযোগে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় ১ নং অভিযোগ থেকে খোকনকে অব্যাহতি দেয়া হয়েছে।
জাহিদ হোসেন খোকন বর্তমানে পলাতক রয়েছেন। ট্রাইব্যুনাল জানিয়েছে- আসামি রায় ঘোষণার পর থেকে ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল আবেদন করতে পারবেন। এজন্য তাকে আত্মসমর্পন করতে হবে। অথবা পুলিশ কর্তৃক তাকে গ্রেফতার করতে হবে।