ইমরান-কাদরির বিরুদ্বে গ্রেপ্তারি পরোয়ানা
পাকিস্তানের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির বিরোধীদলীয় দুইনেতা তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও প্রাক্তন জনপ্রিয় ক্রিকেটার ইমরান খান এবং পাকিস্তান আওয়ামি তেহরিকের (পিএটি) প্রধান তাহির-উল-কাদরির বিরুদ্বে।
রাষ্ট্রীয় টেলিভিশন ভবন ও পার্লামেন্ট ভবনে হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে এই পরোয়ারা জারি করা হয়। তবে সরকারের এ পরোয়ানায় ভীত নন বলে জানিয়েছেন ইমরান খান।
গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও এখনো পর্যন্ত দুই নেতার কাউকেই গ্রেপ্তার করা হয়নি।
জানা যায়, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা গ্রেপ্তারের ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
গত সেপ্টেম্বরে সরকার বিরোধী আন্দোলনের সময় রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবন অভিমুখে ওই দুই দলের হাজার হাজার কর্মী-সমর্থক যাত্রা শুরু করার পর টেলিভিশন ভবনে হামলা চালানো হয়।
নওয়ার শরিফের পদত্যাগের দাবিতে কাদরি ও তার দল অবস্থান ধর্মঘট শুরু করলেও অক্টোবরে তা প্রত্যাহার করে নেয়া হয়। কিন্তু ইমরান খান তার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বুধবার ইমরান খান ৩০ নভেম্বর ইসলামাবাদে বড় ধরনের জনসমাবেশ করার ঘোষণা দিয়েছেন। একে তিনি প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ বলে অভিহিত করেছেন।
এদিকে, ইমরান ও কাদরি উভয়েই এই গ্রেফতারি পরোয়ানা প্রত্যাখ্যান করেছেন। কাদরি জানিয়েছেন, আইনজীবীর সঙ্গে কথা বলে তারা আগাম জামিন নেবেন কি না সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। ইমরান খান বুধবার ডনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, তিনি কোনো আগাম জামিন নেবেন না। এমনকি এ আদেশ তিনি মান্য করবেন না। আদালতেও যাবেন না।
পিটিআই এর জ্যেষ্ঠনেতা নাইম-উল-হক জানিয়েছেন, তার দল আইনভঙ্গের মতো কোন কাজ করেনি। এমনকি পিটিভি ও পার্লামেন্ট ভবনে হামলার ঘটনায় তারা জড়িত নন। তিনি আরো জানিয়েছেন, এই গ্রেফতারি পরোয়ানা পিটিআই মেনে নেবে না।