ধনী হওয়া যন্ত্রনাদায়ক : আলীবাবা’র প্রতিষ্ঠাতা

Ali Babaবিশ্বখ্যাত ই-কমার্স সাইট আলীবাবা’র প্রতিষ্ঠাতা চীনের সর্বোচ্চ ধনী জ্যাক মা বলেছেন, ‘ধনী ব্যক্তিদের খুবই যন্ত্রনাদায়ক অবস্থার মধ্যে দিন কাটাতে হয়।’ আলিবাবা’র এই প্রতিষ্ঠাতার মোট সম্পদের পরিমান প্রায় ২৪ বিলিয়ন ডলার।
নিজের বাসা থেকে ১৫ বছর আগে শুরু করা এই প্রতিষ্ঠান মঙ্গলবার চীনের সিঙ্গেল ডে’র দিনই লেনদেন করে প্রায় সাড়ে ৯ বিলিয়ন ডলার। বিশ্বের সবচাইতে বড় এই ই-কমার্স সাইটটি গত বছর ২৪৮ বিলিয়ন ডলার লেনদেন করে পরিমানে যা ই-বে এবং আমাজনের সম্মিলিত লেনদেনের চাইতেও বেশি।
চীনের সাবেক এই স্কুল শিক্ষক বলেছেন, অতিরিক্ত পরিমাণ টাকা থাকা খুবই যন্ত্রনাদায়ক। আমার মনে হয় আমি সুখের চাইতে বেশি চাপের মধ্যে দিন কাটাচ্ছি। হয়তো আমি ভবিষ্যত নিয়ে খুব বেশি চিন্তা করি এবং আমার উদ্বিগ্ন হওয়ার মতো অনেক বিষয় রয়েছে।
সেপ্টেম্বরে পূর্বের সকল রেকর্ড ভেঙ্গে আলিবাবা’র মূল্য দাঁড়িয়েছে প্রায় ২৪৮ বিলিয়ন ডলার। কিন্তু এত বড় অর্জনের পরও জ্যাক বলেন, ‘তার সম্পদের অনেক খারাপ দিক রয়েছে। মানুষ বলে জ্যাক টাকা থাকা জীবনের জন্য অনেক ভালো। অবশ্যই টাকা থাকা ভালো কিন্তু এটি চীনের ধনী লোকদের জন্য নয়। এটা খুবই যন্ত্রনাদায়ক কারন আপনি যখন বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি তখন টাকার জন্য সবাই আপনাকে ঘিরে রাখবে।’
এই উদ্যোক্তা আরো বলেন, ‘তিনি তার অর্জিত টাকা ব্যবসায়িক ভাবে খরচের একটি পদ্ধতি খুঁজছেন।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button