দেশের রাস্তায় গুগল বাস

google busদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের পাঁচ লাখ শিক্ষার্থীকে ইন্টারনেটের ব্যবহার শেখাতে ‘জি’ ইন্টারনেট জায়ান্ট বাস চালু করেছে গুগল। শিক্ষামূলক উদ্যোগ হিসেবে গুগল গতকাল বুধবার এই প্রকল্পটি চালু করার ঘোষণা দিয়েছে। ‘গুগল বাস বাংলাদেশ প্রজেক্ট’ শীর্ষক এই প্রকল্প দেশজুড়ে পরিচালিত হবে। গুগল বাসটি এক বছর ধরে বাংলাদেশের ৩৫টি লোকেশনে গিয়ে ৫০০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অধ্যয়নরত আন্ডারগ্র্যাজুয়েট তথা ডিগ্রি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে। ইন্টারনেট ব্যবহারে দক্ষতা অর্জন করে শিক্ষার্থীরা যাতে নিজ নিজ প্রচেষ্টায় ব্যবসাসহ কোনো প্রকল্প তৈরি ও পরিচালনার কলাকৌশল জানতে পারে সেজন্যই গুগল এই উদ্যোগ নিয়েছে। গুগল বাসটিতে সিট বা আসনগুলো এমনভাবে সন্নিবেশ করা হয়েছে যে প্রতিটির সামনেই থ্রিজি ইন্টারনেট সংযোগ সম্বলিত মনিটর বা পর্দা ও সাউন্ড সিস্টেম আছে। এই মনিটর বা পর্দা ও সাউন্ড সিস্টেমে অডিও-ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে।
বাংলাদেশে বর্তমানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করছে। তুলনামূলকভাবে তাঁদের অধিকতর অংশগ্রহণের সুবাদেই এদেশে ইন্টারনেট ব্যবহারের প্রবণতা ও হার বেড়ে চলেছে। প্রাথমিকভাবে তাঁরা একাডেমিক বা লেখাপড়ার প্রয়োজনে ও সামাজিক যোগাযোগের জন্য ইন্টারনেট ব্যবহার করে থাকেন।
‘গুগল বাস বাংলাদেশের’ মাধ্যমে ইন্টারনেটের ওপর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। এর ফলে অংশগ্রহণকারীরা স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত ও সমজাতীয়দের সঙ্গে অনলাইনে যোগাযোগ স্থাপনের পাশাপাশি ইন্টারনেটের উপযোগিতা, শক্তি ও সুফল সম্পর্কে জানতে পারবেন। একই সঙ্গে তাঁরা গুগলের বিভিন্ন পণ্য ও সেবা ব্যবহারের কলাকৌশল জানার সুযোগ পাবেন। সব মিলিয়ে তথ্য-প্রযুক্তি বিষয়ে তাঁদের জ্ঞানের পরিধি নতুন মাত্রা পাবে।
গুগলের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এমার্জিং মার্কেটসের কান্ট্রি ম্যানেজার জেমস ম্যাকক্লুর এ প্রসঙ্গে বলেন, ‘‘বাংলাদেশ হলো এমন এক দেশ যেখানে সম্ভাবনাময় বিশাল তারুণ্যের শক্তি রয়েছে; যাঁরা দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারেন। আমরা মনে করি, উপযুক্ত প্রশিক্ষণ পেলে সমাজের এই উৎসাহী-উদ্যমী ও প্রাণচঞ্চল তরুণ শক্তিই একদিন ইন্টারনেটের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে এবং এদেশকে প্রযুক্তিভিত্তিক গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রামে মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে।’’ গুগল বাস রাজধানী ছাড়াও চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর এবং বরিশাল- এই ছয় বিভাগীয় ও গুরুত্বপূর্ণ শহরসমূহের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাবে। শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের কলাকৌশল ও উপযোগিতা শেখাতে গুগল বাসের কর্মশালায় একজন প্রশিক্ষক থাকবেন। সেই সঙ্গে তাঁদের গুগলের বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে ধারণা দেয়া হবে। গুগলের এসব পণ্য-সেবার মধ্যে রয়েছে- গুগল সার্চ, ক্রোম, ডকস্, ম্যাপস, ইউটিউব, গুগল প্লাস ইত্যাদি। এ ছাড়া শিক্ষার্থীরা যা শিখেছেন তা নিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায় এমন ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইস বা মোবাইল ফোনে প্র্যাকটিস বা চর্চা করার সুযোগ পাবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button