বিশ্বের দীর্ঘতম লোকের সাথে ক্ষুদ্রতম মানুষ
বিশ্বের দীর্ঘতম লোকটির পাশে যদি ক্ষুদ্রতম মানুষটি দাঁড়ান কেমন মনে হবে? সেটাই ঘটেছে বুধবার লন্ডনে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ডেতে পার্লামেন্ট হাউজে তারা পাশাপাশিই দাঁড়িয়েছিলেন। ৮ ফুট ১ ইঞ্চি তুরস্কের সুলতান কোসেন এখন বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ। আর নেপালের চন্দ্র দাঙ্গির উচ্চতা মাত্র ২১.৫ ইঞ্চি। তারা এই প্রথম একসাথে হলেন। বৃহস্পতিবার ডেইলি মেইল এ খবর প্রকাশ করেছে।
তাদের সাথে আরো কয়েক শ’ লোক সমবেত হয়েছিলেন, বিভিন্ন রেকর্ড গড়ার কৃতিত্বের অংশীদার হয়ে।
কোসেন (৩১) থাকেন আঙ্কারায়। ২০০৯ সালে তিনি বিশ্বের সবচেয়ে লম্বা লোকের স্বীকৃতি লাভ করেন। তিনি ৬৩ বছর বয়স্ক চীনের জি শানের রেকর্ডটি ভাঙেন। শানের উচ্চতা ছিল ৭ ফুট ৮.৯৫ ইঞ্চি। এখন পর্যন্ত মাত্র ৮ ব্যাক্তির উচ্চতা পাওয়া গেছে ৮ ফুটের বেশি।
কোসেন পেশায় খণ্ডকালীন কৃষক। সবচেয়ে লম্বা হাতের অধিকারী হিসেবেও তিনি রেকর্ড গড়েছেন। তার কাঁধ থেকে মধ্যমা আঙুল পর্যন্ত দৈর্ঘ্য ১১.২২ ইঞ্চি।
আর নেপালের প্রত্যন্ত এলাকায় বাসরত দাঙ্গি ভারতের গুল মোহাম্মদকে হারিয়ে সবচেয়ে খর্ব মানুষের রেকর্ড গড়েছেন।