লন্ডন ছেড়ে ব্রাসিলিয়ায় মিজারুল কায়েস
লন্ডন ছেড়ে ব্রাসিলিয়ার নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন পেশাদার কূটনীতিক মোহাম্মদ মিজারুল কায়েস। বহু ঘটন-অঘটনের মধ্য দিয়ে পুনঃনির্বাচিত ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের কাছে রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্রও পেশ করেছেন তিনি। সোমবার প্রেসিডেন্ট হাউস ‘প্লানাল্টো প্যালেস’-এ বাংলাদেশের দূত তার পরিচয়পত্র পেশ করেন বলে জানানো হয়েছে। একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, ক্রিডেনশিয়াল সাবমিশন বা পরিচয়পত্র পেশ অনুষ্ঠানটি একান্ত সৌজন্য এবং আনুষ্ঠানিকভাবে শুরুর সাক্ষাৎ হিসেবে বিবেচিত হয়ে থাকে। কিন্তু দীর্ঘ সময় দেশের পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে যাওয়া মিজারুল কায়েস প্রথম সাক্ষাতেই ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বিশ্বকাপ ফুটবলে হট ফেভারিট ব্রাজিল দলের লজ্জাজনক হারের জন্য নির্বাচনের মাঠে প্রচণ্ড চাপে পড়া দিলমা রুসেফ ইতিবাচকভাবেই আমন্ত্রণটি গ্রহণ করেছেন। উভয় দেশের সুবিধাজনক সময়ে তিনি ঢাকায় আসতে চান বলেও জানিয়ে দিয়েছেন। প্রেসিডেন্ট হাউজের বর্ণাঢ্য অনুষ্ঠানে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী লুইস আলবের্তো ফিগুয়েরেদো মাশাদোসহ দেশটির পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।