আপিল করলেন মুজাহিদ
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। গত ১৭ জুলাই মুজাহিদকে এ মৃত্যুদন্ডাদেশ দেওয়া হয়।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে মুজাহিদের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ আপিল আবেদন করা হয় বলে জানিয়েছেন ট্রাইব্যুনালে তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।
তিনি সাংবাদিকদের জানান, আপিল বিভাগের রেজিস্ট্রার বরাবরে আপিল আবেদনটি দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ১১৫টি যুক্তি নিয়ে আপিল করেছেন তারা। মূল আপিল ৯৫ পৃষ্ঠার, এর সঙ্গে ৩ হাজার ৮০০ পৃষ্ঠার ডকুমেন্ট দাখিল করা হয়েছে।
মুজাহিদকে নির্দোষ দাবি করে পুরো রায়ের বিরুদ্ধে এ আপিল করা হয়েছে বলেও জানান অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, ট্রাইব্যুনাল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে যে সাজা দিযেছেন, তা বাতিল করে খালাস চেয়েছি। ট্রাইব্যুনাল যেসব কারণে সাজা দিয়েছেন, তার আইনগত ও ঘটনাগত ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি।
তাজুল বলেন, আপিল বিভাগে উচ্চতর শুনানিতে মুজাহিদ সাহেব নির্দোষ প্রমাণিত হবেন এমনটিই আমরা প্রত্যাশা করি।