মালয়েশিয়ায় তৃতীয় বাংলাদেশ শোকেস উদ্বোধন
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ শোকেস বা বাংলাদেশি পণ্য ও প্রতিষ্ঠানের মেলা। শুক্রবার বাংলাদেশ-মালয়েশিয়ান চেম্বার অব কমার্সের উদ্যোগে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে আয়োজিত বর্ণাঢ্য এই শোকেসের উদ্বোধন করেন মালয়েশিয়ার ডেপুটি আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী দাতো লী চোং।
চেম্বারের প্রেসিডেন্ট নাসির এ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এ কে এম আতিকুর রহমান, চেম্বারের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ মুয়াজ্জেম হোসেন, নুরুল আলম, রকিব মুহাম্মদ ফখরুল, সৈয়দ আলমাস কবির প্রমুখ।
১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ৩ দিনের এই শোকেসে বাংলাদেশের ৫০টি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জিডি এসিস্ট, এবি ব্যাংক, ঢাকা ব্যাংক, পূবালী ব্যাংক, এনসিসি ব্যাংক, রবি, আড়ং, আবুল মোমেন লিমিটেড, বিজিএমইএ, বিবিএস ক্যাবলস, বি রিচ, ড্যাফোডিল কম্পিউটারস, ফেয়ার এ্যাপারেলস, গ্রীনফিল্ড জুটেঙ, বাংলাদেশ হাইকমিশন, ইকবাল ট্রেডিং, রহিম আফরোজ ইত্যাদি।