৩১ বিদেশি নাগরিক আটক
রাজধানীতে অবৈধ বসবাসের অভিযোগে ৩১ বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এর মধ্যে ২১ জন নাইজেরিয়ান এবং ৪ জন শ্রীলঙ্কান নাগরিক রয়েছেন। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর উত্তরা ও গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, অবৈধ বসবাসের অভিযোগে গুলশান এলাকা থেকে ৪ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে কেনিয়া ও উগান্ডার নাগরিক রয়েছে।
এ ছাড়াও উত্তরা এলাকা থেকে আটককৃতদের মধ্যে নাইজেরিয়া ও শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশের নাগরিক রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে পরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারেত জানানো হবে।