যুক্তরাষ্ট্রে ৫০ লাখ অভিবাসী বৈধতা পাচ্ছেন

USAযুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্কার নিয়ে আগামী সপ্তাহেই বড় ধরনের ঘোষণা আসছে। দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশে প্রথম দফায় অন্তত ৫০ লাখ অবৈধ অভিবাসীর বৈধতা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। যার মধ্যে রয়েছে প্রচুর সংখ্যক অবৈধ বাংলাদেশী অধিবাসী।
তবে রিপাবলিকানদের বিরোধিতা সত্ত্বেও নির্বাহী আদেশের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ ওয়াশিংটনের রাজনীতিকে উত্তপ্ত করে তুলবে বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউসের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসসহ অন্যান্য পত্রিকা ও সংবাদমাধ্যমে জানানো হয়, আগামী এক সপ্তাহের মধ্যেই অভিবাসন সংস্কার নিয়ে ওবামার ঘোষণা আসতে পারে।
তবে রিপাবলিকানদের ক্রমাগত বিরোধিতার কারণে অভিবাসন নিয়ে কংগ্রেসে এখনই কোনো আইন বা প্রস্তাব গ্রহণের সম্ভাবনা নেই।
একইসঙ্গে নানা সময় দেয়া প্রতিশ্রুতি বিবেচনায় অভিবাসী এবং উদারনৈতিক গ্রুপগুলোর পক্ষ থেকে এ নিয়ে প্রেসিডেন্টের ওপর রাজনৈতিক চাপও প্রচ-।
হোয়াইট হাউস থেকে জানানো হয়, অভিবাসন সমস্যা নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশটি এখনো চূড়ান্ত হয়নি।
সংবাদমাধ্যমে আসা তথ্যে জানানো হয়, নির্বাহী আদেশের ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছেÑএমন সব সন্তানদের পিতা-মাতার অবৈধতার অবসান ঘটবে। অনেকে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আর ফিরে যাননি। অনেকে নানা পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর বিয়ে করেছেন, লিভ টুগেদার করেছেন, সন্তান জন্ম দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এসব লোকজনের সন্তানরা জন্মসূত্রেই এদেশের নাগরিক। এসব সন্তানের পিতা-মাতারা প্রেসিডেন্টের নির্বাহী আদেশে বৈধতার সুযোগ পাবেন। ব্যাপক সংখ্যক অবৈধ বাংলাদেশীও রয়েছেন এ দলে।
অভিবাসন সংস্কার নিয়ে ওবামার নির্বাহী আদেশের দিকে উন্মুখ হয়ে তাকিয়ে এমন লাখো অবৈধ অভিবাসী।
মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের তথ্যমতে, নির্বাহী আদেশের এ অংশের কারণেই প্রায় ৩৩ লাখ অবৈধ অভিবাসীর বৈধতা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। নির্বাহী আদেশে পিতা-মাতার সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অপ্রাপ্তবয়স্কদের বৈধতা দেয়ার বিধান থাকবে। ফলে আরো ১০ লাখেরও বেশি লোক বৈধতা পাবেন।
বৈধতার জন্য উৎসাহ সৃষ্টি করার লক্ষ্যে অভিবাসন আবেদনের ফি কমানো হবে। বর্তমানে প্রতি আবেদনের জন্য ৬৮০ ডলার ফি দেয়া হয়। নির্বাহী আদেশে প্রথম ১০ হাজার আবেদনকারীর জন্য ফি অর্ধেক করা হতে পারে।
এদিকে কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশে অবৈধদের বৈধতা দেয়ার পরিণাম ভয়াবহ হবে বলে রিপাবলিকানদের পক্ষ থেকে সতর্ক করে দেয়া হয়েছে।
স্পিকার জন বয়েনার গত বৃহস্পতিবার বলেন, নির্বাহী আদেশে অভিবাসন সমস্যা সমাধানের যেকোনো প্রয়াসের বিরোধিতা করবেন রিপাবলিকানরা।
হোয়াইট হাউসের মুখপাত্র হোজে আরনেস্ট বলেন, অভিবাসন সংস্কার নিয়ে ওবামার নির্বাহী আদেশটি এখনো চূড়ান্ত করা হয়নি। তবে এ নিয়ে প্রেসিডেন্ট দ্রুতই পদক্ষেপ নেবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button