প্রবৃদ্ধি কমে যাওয়ার ধারণা ব্যাংক অব ইংল্যান্ডের
ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০১৫ সালে কমে যাওয়ার ধারণা ব্যক্ত করেছে ব্যাংক অব ইংল্যান্ড। ব্যাংকটি এর আগে বলেছিল, ২০১৫ সালে দেশটির প্রবৃদ্ধি দাঁড়াবে ৩ দশমিক ১ শতাংশে এবং ২০১৬ সালে হবে ২ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি। কিন্তু বুধবার ব্যাংকটির মুদ্রাস্ফীতি নিয়ে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, ২০১৫ সালে প্রবৃদ্ধি দাঁড়াবে ২ দশমিক ৯ এবং ২০১৬ সালে ২ দশমিক ৬ শতাংশ যা পূর্বের ধারণার চেয়ে কম।
ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনে অভ্যন্তরীণ চাহিদা বাড়ছে। কিন্তু বৈশ্বিক প্রবৃদ্ধি দুর্বল হচ্ছে। এছাড়া ইউরো এলাকার দুর্বল অর্থনৈতিক কর্মকান্ডও ঝুঁকির অন্যতম কারণ।