ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে প্রস্তুত ব্রিটেন
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, অভিবাসী সংক্রান্ত নীতিতে উল্লেখযোগ্য এবং অর্থপূর্ণ পরিবর্তন আনা না হলে তার দেশ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে প্রস্তুত রয়েছে।
ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে এ কথা জানিয়েছেন ফিলিপ হ্যামন্ড। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে প্রস্তুত রয়েছে ব্রিটেন। তবে, এ প্রক্রিয়া শেষে একটি গণভোট অনুষ্ঠিত হবে বলে একে ব্রিটেনের সিদ্ধান্ত হিসেবে অভিহিত করা যাবে না।
ব্রিটেনে আগত অভিবাসীদের বিষয়ে কোটা নির্ধারণের যে প্রস্তাব ইউরোপীয় ইউনিয়ন দিয়েছে, লন্ডন তার বিরোধী বলেও জানান তিনি। অবশ্য একই রকম ফলাফল বয়ে আনবে এ রকম কোনো পদ্ধতির কথা ব্রিটেন অবহিত করতে পারে বলেও জানান তিনি।
এদিকে, কয়েক দিন আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, অভিবাসী সংক্রান্ত নীতি সংস্কারের যে আহ্বান জানানো হয়েছে তা অবজ্ঞা করা হলে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে পারে ব্রিটেনে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের কথায় তার এ বক্তব্যের প্রতিধ্বনি পাওয়া গেল।