ইংল্যান্ডের সমকক্ষ বাংলাদেশ
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করাটা বাংলাদেশের ইতিহাসে অনবদ্য অর্জন। ২০০০ সালের ১০ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট পরিবারে পা রেখেছিল যে দেশটি, তারাই দেখতে দেখতে পার করে ফেলেছে ১৪টি বছর। ইতোমধ্যে ৮৭টি টেস্ট খেলেছে বাংলাদেশ। আজ চট্টগ্রামে নিজস্ব ৮৮তম টেস্ট ম্যাচে জয়লাভ করেছে।
আজকেরটি নিয়ে ৭ টেস্ট ম্যাচে জয় পেল বাংলাদেশ। সেই সঙ্গে দলটি পৌছে গেল অনন্য এক রেকর্ডে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ইংল্যান্ডই একমাত্র দল, যারা ১৫ বছরের মধ্যে ৩ বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে প্রতিপক্ষ দলকে হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ, যারা ১৫ বছরের মধ্যে ৩ বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে প্রতিপক্ষ দলকে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেল।
এশিয়া তো বটেই ইংল্যান্ড ছাড়া ক্রিকেট বিশ্বের আর কোনো দল এর আগে এমন কৃতিত্ব অর্জন করতে পারেনি। ফলে আজকের ম্যাচে জয়ের ফলে নতুন এক ইতিহাসে নিজেদের পৌছে দিল টাইগার বাহিনী।