ব্রিটিশ বাংলাদেশী হুজহুর বর্ণাঢ্য প্রকাশনা অনুষ্ঠান
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সপ্তম বারের মতো লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল ব্রিটিশ বাংলাদেশী হুজহুর জাকজমকপূর্ণ এওর্য়াড ও প্রকাশনা অনুষ্ঠান। নিজ নিজ পেশায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখে এগিয়ে চলছেন, এমন ছয় ব্রিটিশ বাংলাদেশিকে সম্মাননা দিয়েছে এবার। ব্যতিক্রমধর্মী প্রকাশনায় এবার সংযুক্ত হয়েছে ২৪০ জন বৃটিশ বাংলাদেশী সাফল্যগাঁথার কথা।
১৩ নভেম্বর বৃহস্পতিবার ব্রিটেনের ঐতিহাসিক আলেকজান্ডার প্যালেসে ব্যারিষ্টার আনোয়ার বাবুল, মিডিয়া ব্যাক্তিত্ব জাকির খান ও সুহানা আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে বাংলা মিরর গ্রুপের প্রকাশনা ‘ব্রিটিশ বাংলাদেশী হুজহু‘র এওয়ার্ড বিতরণী ও প্রকাশনা এবং প্রথম ইংরেজি দৈনিক অনলাইন পোর্টাল সিলেট মিরর ডট কম এর উদ্বোধনী অনুষ্ঠান।
এওয়ার্ডপ্রাপ্তরা হলেন লন্ডন ট্র্যাডিশনের কর্ণধার মামুন চৌধুরী, আল-জাজিরার সাংবাদিক শামিম চৌধুরী, ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সভাপতি বজলুর রশিদ এমবিই, লন্ডন টাইগার্স ক্লাবের প্রধান নির্বাহী মেসবাহ আহমেদ, ওয়েস্ট-হ্যাম ইউনাইটেডের সাবেক ফুটবলার এবং বর্তমানে টিম ম্যানেজার আনোয়ার উদ্দিন এবং পেইন্টেড চিলড্রেন ইউকের প্রতিষ্ঠাতা পরিচালক নাজিউর রহিম।
ব্রিটিশ বাংলাদেশী হুজহু যুক্তরাজ্যে বসবাসরত বংলাদেশীদের বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য অবদান ও উৎকর্ষের বিবরণ নিয়ে প্রকাশিত হয় প্রতি বছর। এবছরও এর ব্যতিক্রম হয়নি। এবারের প্রকাশণায় সংযুক্ত হয়েছে নতুন নতুন প্রতিভার অবদানের কথা। নতুনত্ব সমৃদ্ধ করেছে এ প্রকাশনাকে। ব্রিটিশ-বাংলাদেশীদের তৃতীয় প্রজন্ম যুক্ত হয়ে হুজহু কলেবরে বৃদ্ধি পেয়েছে, আঙ্গিকেও শোভিত হয়েছে নতুনদের অবদানে। হুজহুর সফলতা পুরানো নতুনের সমন্বয়ের মধ্য দিয়ে এসেছে। ২০০৮ সালে ব্রিটিশ-বাংলাদেশীদের হুজহু যাত্রা শুরু করেছিলো কমিউনিটির গুণিজনদের উল্লেখযোগ্য অবদানের কথা লিপিবদ্ধ করে তাদের স্মরণীয় করে রাখা এবং পুরস্কৃত করা জন্য। হুজহু বিশ্বস্ততার সাথে সে দায়িত্ব পালন করে যাচ্ছে। এবার প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন বৃটিশ ইমিগ্রেশন ও সিকিউরিটি মিনিস্টার জেমস ব্রুরুক্যানসিয়ার।
ব্রিটিশ বাংলাদেশী হুজহু থেকে সহজেই কমিউনিটির অবদানের বিষয়টি জানা যায়। বৃটেনে বাংলাদেশী কমিউনিটির প্রবীণ ও নবীনরা বৃটিশ কমিউনিটিতে যে ভূমিকা রেখে যাচ্ছেন তা সত্যি প্রশংসা করার মত বললেন ইমিগ্রেশন ও সিকিউরিটি মিনিষ্টার জেমস ব্রুরুকেনসিয়ার ।
তিনি আরো বলেন, ব্র্রিটিশ অর্থনীতিতে বাংলাদেশিরা অসামান্য অবদান রাখছেন। বাংলাদেশ বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দেশ। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ যুক্তরাজ্যের অন্যতম অংশীদার। নারী শিক্ষা, শিশুমৃত্যুর হার এবং দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। তবে এসব ক্ষেত্রে আরও অনেক কিছু করার আছে। যোগ্য এবং মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের তিনি যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণের আহ্বান জানান।
বৃটিশ বাংলাদেশী হুজহুজ-র সম্পাদক ব্যরিষ্টার সাদত করিম স্বাগত বক্তব্যে বলেন, এই প্রকাশণা আমাদের কমিউনিটির নবীনদের উৎসাহ ও উদ্দীপনা জুগিয়ে আসছে। বৃটিশ বাংলাদেশী হুজহুর প্রকাশনায় নবীনদের কথা রয়েছে। ভবিষ্যতে নবীনদের অবদান সুন্দরভাবে সংযোজিত হবে।
অনুষ্ঠানে লন্ডন ট্র্যাডিশনের কর্ণধার মামুন চৌধুরীর হাতে এওয়ার্ড তুলে দেন ইমিগ্রেশন মন্ত্রী জেমস ব্রুরুক্যানসিয়ার, প্রাইম এস্টেট এজেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক কাজী আরিফ, জেএমজি কার্গোর ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ ও হুজুহু এর এডিটর ইন চীফ আব্দুল করিম গণি; ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সভাপতি বজলুর রশিদ এমবিই এর হাতে এওয়ার্ড তুলে দেন ক্যানারি ওয়াার্ফ গ্রুপের সেক্রেটারি জন গ্যারউড, মাহবুব এন্ড কো এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ ও তাজ সলিসিটরস এর তাজ উদ্দিন শাহ; লন্ডন টাইগার্স ক্লাবের প্রধান নির্বাহী মেসবাহ আহমেদের হাতে এওয়ার্ড তুলে দেন সভার সদস্য ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দিন, চ্যানেল এস এর ব্যবস্থাপনা পরিচালক তাজ উদ্দিন ও তারানা রেষ্টুরেন্ট এর সত্ত্বাধিকারী আশরাফ তালুকদার; আল-জাজিরার সাংবাদিক শামিম চৌধুরীর হাতে এওয়ার্ড তুলে দেন বেথনাল গ্রীণ এন্ড বো আসনের এমপি রুশনারা আলী, বিমান এর ইউকে কান্ট্রি ম্যানেজার আতিক রহমান চিশতী; ওয়েস্ট-হ্যাম ইউনাইটেডের সাবেক ফুটবলার এবং বর্তমানে টিম ম্যানেজার আনোয়ার উদ্দিন এর হাতে এওয়ার্ড তুলে দেন ডেপুটি মেয়র অলিউর রহমান, সাইটেক কলেজের প্রিন্সিপাল সুরেশ কুন্ড্র, রিজেন্টস লেক এর সাইফুল আলম রোকন, পেইন্টেড চিলড্রেন ইউকের প্রতিষ্ঠাতা পরিচালক নাজিউর রহিমের হাতে এওয়ার্ড তুলে দেন টাওয়ার হ্যামলেটস এর স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই, ব্যারিস্টার আনিস রহমান এমবিই, এটিএন বাংলার ব্যবস্থাপনা পরিচালক সুফী মিয়া।
উল্লেখ্য, সপ্তম বারের মতো আয়োজন হতে যাওয়া এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মূল সহযোগিতায় রয়েছে – ক্যানারী ওয়ার্ফ গ্রুপ, সিম্পল কল ।
এবারও আরো সহযোগিতায় রয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জেএমজি এয়ার কার্গো, এক্সেলসিয়র, মাহবুব এন্ড কো, প্রাইম এস্টেট এজেন্ট, সিআইটিইসি কলেজ, সি মার্ক গ্রুপ, ডাবল গ্লেজিং, তাজ সলিসিটির, তারানা গ্রুপ, ইউরো এশিয়া ফুড সার্ভিস, রিজেন্টস লেক, এভারেড, স্মার্ট কার, হিলসাইড ট্রাভেলস, জেনারেল অটো, ইউকে জুয়েলার্স, কেয়ার ওর্য়াল্ড লন্ডন, আল আমি ট্রাভেলস, হোসাইন ট্রাভেলস, রোজ ভিউ হোটেল, কিংডম সলিসিটরস, কুশিয়ারা ফাইন্যান্সিয়াল গ্রুপ, কেয়ার ওর্য়াল্ড, জল, সঙ্গীতা।
মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে – চ্যানেল এস, জি টেন ডিজাইন এন্ড প্রিন্ট, সাপ্তাহিক দেশ, বাংলা পোস্ট, মিডিয়া লিংক, পার্পল আই, ইস্টার্ণ প্রাইড, এশিয়ানা, ইমপ্রেস মিডিয়া, ইউকেবিডিনিউজ, বাংলা ভয়েস।
অনুষ্ঠানে মজাদার খাবার পরিবেশন করে অভিজাত ক্যাটারিং প্রতিষ্ঠান ইস্টার্ণ প্রাইড। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে বর্ণাঢ্য আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশনা করেন বিলেতের খ্যাতনামা শিল্পী আলাউর রহমান, লাবনী বড়ুয়া ও সাদিয়া তানিয়া।