সেন্টমার্টিনে মালয়শিয়াগামী ৬৩৫জন আটক
কোনভাবেই থামছেনা মালয়েশিয়া যাত্রা। সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় মাঝিমাল্লাহসহ ৬৩৫ জন যাত্রীকে আটক করেছে নৌবাহিনী। এ সময় জাহাজটিও জব্দ করা হয়। সোমবার বিকেল চারটার দিকে কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয় বলে জানান টেকনাফ কোস্টগার্ডের কমান্ডার লে.কমান্ডার শহীদুল্লাহ। তিনি জানান ২১জন ক্রু এবং মাঝিমাল্লাসহ ৬৩৫জনকে মালয়েশিয়া যাত্রার প্রক্কালে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত জাহাজটিও জব্দ করা হয়। জাহাজটি মিয়ানমারের বলে তিনি জানান। আটককৃতদের টেকনাফ নিয়ে আসা হচ্ছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান,পুলিশের কাছে তাদের সোপর্দ করা হলে বিস্তারিত জানা যাবে।