ইউক্রেন সঙ্কট গভীর হচ্ছে
আরো গভীরতর হচ্ছে ইউক্রেন সঙ্কট। দেশটির বিচ্ছিন্নতাবাদীদের কালো তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বেশ কয়েকজন ইউরোপীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে রাশিয়া। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জি-২০ সম্মেলনেও ইউক্রেন ইস্যু বাদ যায়নি। রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সাথে ইউক্রেনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেদের রক্তয়ী সংঘর্ষের তীব্র সমালোচনা করা হয় সম্মেলনে। আর পশ্চিমা নেতাদের সমালোচনার মুখেই সম্মেলন থেকে ওয়াকআউট করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। পশ্চিম অভিযোগ প্রত্যাখ্যান করে সোমবার পুতিন দাবি করেন, ‘ইউক্রেনে কোনো সৈন্য বা অস্ত্র রাশিয়া পাঠায়নি।’ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের কালো তালিকাভুক্ত করা হবে। এমনকি তাদের সম্পদ বাজেয়াপ্ত ও উড্ডয়নে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে এ মাসের শেষে এ সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।