বাংলাদেশে বড় যুদ্ধ জাহাজ নির্মাণ করাহবে : নৌবাহিনী প্রধান
নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব বলেছেন, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নানা চড়াই-উৎড়াই পেরিয়ে আজ দেশের অন্যতম জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি অত্যাধুনিক মানসম্পন্ন ও আধুনিক যন্ত্রপাতিতে সুসজ্জিত দু’টি ল্যান্ডিং ক্রাফট ট্যাংক (এলসিটি) নির্মাণ করেছে। গতকাল মঙ্গলবার বন্দরের সোনাকান্দা এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে তৈরি দু’টি যুদ্ধজাহাজ নৌবাহিনীর কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, জাহাজ দু’টি জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে নিয়োগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাহাজ দু’টির নির্মাণশৈলী ও কারিগরি দক্ষতা এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। অদূর ভবিষ্যতে এখানে করভেটের মতো বড় যুদ্ধজাহাজ নির্মাণ করা সম্ভব হবে। এ লক্ষ্যে ডক ইয়ার্ডকে আন্তর্জাতিক মানের একটি শিপইয়ার্ডে রূপান্তরিত করা হবে। ডক ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম খুরশীদ মালিক ও রিয়ার অ্যাডমিরাল রিয়াজউদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনারা নাজমীন, জেলা প্রসাশনের কর্মকর্তা ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এলসিটি দু’টি নির্মাণে ব্যয় হয়েছে ২৭ কোটি টাকা। এ দু’টি বিদেশ থেকে আমদানি করতে ৫৫ কোটি টাকা খরচ পড়ত। কিন্তু দেশে নির্মিত হওয়ায় ২৭ কোটি টাকা সাশ্রয় হয়েছে।