মেয়র আরিফের নাম বাদ দেয়ার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সিটি কাউন্সিলরদের গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। গতকাল বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি শুরু হয়। সিটি করপোরেশনের কাউন্সিলর ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে গণস্বাক্ষর কর্মসূচিতে সিলেটের সর্বস্তরের জনগণ অংশ নেন।
মেয়র আরিফুল হক চৌধুরীর নাম সম্পূরক চার্জশিট থেকে বাদ দেয়ার দাবিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা করেন সিটি কাউন্সিলররা। কর্মসূচির মধ্যে আরো রয়েছে- ২৩ নভেম্বর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কাউন্সিলরদের উদ্যোগে সিটি করপোরেশনে কর্মবিরতি, ২৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় নগর ভবন থেকে আলোর মিছিলসহকারে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ, ২৭ নভেম্বর সিটি করপোরেশন হলরুমে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময়, ৩০ নভেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান, ২ ডিসেম্বর সিটি পয়েন্টে গণসমাবেশ এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা।